বাংলাদেশে নতুন যুগ? সংস্কারের প্রথম একশো দিন

বড় ধরনের পরিবর্তনের জন্য বিপুল প্রত্যাশার কথা তুলে ধরে অনেক বাংলাদেশীই শেখ হাসিনার পতনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলছেন। কিন্তু জনপ্রত্যাশার ভালো-খারাপ ‍দুই ধরনের পরিণতিই রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচিত জনগণকে পক্ষে রাখতে আন্তর্জাতিক সমর্থন নিয়ে কিছু দ্রুত সাফল্য অর্জনের দিকে নজর দেওয়া।

Source: Crisis Group